Kobita

“ সে আমায় না হোক, কেউ অন্তত
কাউকে
ভালোবাসার মতো করে ভালোবাসুক
সময় বিরুদ্ধে যাক
অসুখ তাড়া করে ফিরুক
তবু হাত না ছাড়ুক,
তবু হাত না ছাড়ুক …। ”
-রুদ্র গোস্বামী

কবিতা

মুঠো ভরে অপেক্ষা দিয়ে
ধর বলে কখন যে চলে “গেলো” !বেলা
আমি তার খেয়াল রাখিনি।
হিসেবের খাতা খুলে দেখি
শুধু বেড়েছে বয়েস,আর ব্যথাদের ঋণ।
____________ রুদ্র গোস্বামী